শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সালমানের পর যে গায়ককে প্রাণনাশের হুমকি গ্যাংস্টারের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

সালমানের পর যে গায়ককে প্রাণনাশের হুমকি গ্যাংস্টারের

দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ঘুরছেন বলিউড ভাইজান সালমান খান। গত বছরের শেষ দিকে অভিনেতার মুম্বাইয়ের বান্দ্রায় বাসভবনে দুই মোটরসাইকেল আরোহী গুলি চালিয়ে পালিয়ে যায়। অপরাধীদের গ্রেফতারের পর জানা যায় ভারতের কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই দলের সদস্য ওই হামলাকারী।   

এবার ভারতের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী প্রতীক বচ্চনকে প্রাণনাশের হুমকি দিলেন গ্যাং। সন্ত্রাসী দলের পক্ষ থেকে ১০ কোটি রুপি দাবি করা হয়। চাহিদা মতো অর্থ না দিলে গায়ককে মাটিতে পুঁতে দেওয়ার হুমকি দিয়েছেন বিষ্ণোই গ্যাং। 


বিজ্ঞাপন


প্রাণনাশের হুমকির পর পাঞ্জাবের মোহালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ৫ জানুয়ারি গায়কের সহকারী দিলনুরের কাছে হুমকি দিয়ে প্রথম ফোন আসে। প্রথম দিনে তিনি ফোন রিসিভ করেননি। দ্বিতীয় দিন একটি বিদেশি নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হলে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও প্রতীককে এখনও হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি অর্জু বিষ্ণোই গায়কের সহকারীর কাছে একটি ভয়েস নোট পাঠিয়েছেন। সেখানেই তিনি বলেন, ‘এই বার্তাটা প্রতীককে পাঠিয়ে দেবেন। ওঁর হাতে মাত্র এক সপ্তাহ সময় রয়েছে। আমরা ১০ কোটি টাকা চাই। সেই সঙ্গে গায়ককে অন্য কোনো দেশে চলে যেতে বলুন।’ 

মোহালি থানার পুলিশের এসপি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, মামলার তদন্তাধীন রয়েছে।   

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর