শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শীতার্তদের সহযোগিতায় কনসার্ট, থাকছে যেসব ব্যান্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

শীতার্তদের সহযোগিতায় কনসার্ট, থাকছে যেসব ব্যান্ড

শীতার্ত মানুষদের সহযোগিতার জন্য স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ উদ্দ্যগে ‘কুয়াশার গান’ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

কনসার্ট থেকে প্রাপ্ত সব অর্থ ব্যয় করা হবে শীতার্তদের সহায়তায়। দেশের বিখ্যাত যেসব ব্যান্ড দল তাদের সংগীত পরিবেশন করবে তারা হলো- কৃষ্ণপক্ষ, আভাস (Avash), চিরকুট এবং অ্যাশেস (Ashes)।


বিজ্ঞাপন


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এই সংগীতানুষ্ঠানে পর্যায়ক্রমে শিল্পীরা পরিবেশন করবেন তাদের গান। মানবিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন বলে জানিয়েছেন ঢাকসু ও স্পিরিটস অব জুলাই। 

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা তারা ক্যাম্পাসে শীতকালীন একটা কনসার্ট উপভোগ করতে চান। সে-ই লক্ষ্যেই আমাদের এই আয়োজন । আশা করি শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করে আনন্দিত হবেন।’

‘স্পিরিটস অব জুলাই’র প্রধান আহ্বায়ক এহসান দ্রুব গণমাধ্যমকে বলেন, ‘সংগীতের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। সকলের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে।’

আয়োজকদের আশা, এই কনসার্টে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শীতার্তদের সাহায্য করার এই মানবিক উদ্যোগকে সফল করে তুলবে। 


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর