বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অক্ষয়ের পা ধরে ভক্তের কান্না, যা করলেন অভিনেতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

অক্ষয়ের পা ধরে ভক্তের কান্না, যা করলেন অভিনেতা 

প্রিয় তারকাকে সামনে পেলে ছুঁয়ে দেখতে হুমড়ি খান ভক্তরা। কিন্তু তরুণী ভক্ত জড়িয়ে ধরলেন অক্ষয় কুমারের পা। সঙ্গে হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঘটনাটি ঘটেছে আজ ১৫ জানুয়ারি। দেশটির বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচনে ভোটগ্রহণ চলছিল। সাত সকালে ভোট দিয়ে বের হতেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হন খিলাড়ী।


বিজ্ঞাপন


akshay-kumar_cover

ভোট দিয়ে অক্ষয় গাড়িতে উঠবেন এমন সময় তার দিকে এগিয়ে আসেন ওই নারী ভক্ত। হাতের কাগজপত্র দেখিয়ে অভিনেতার কাছে আকুতি জানান। বলেন, “আমার বাবা খুব বিপদে রয়েছেন। ওনাকে দয়া করে বাঁচান। আমার বাবা ঋণের ভারে জর্জরিত। এই বিপদ থেকে তাকে বেরিয়ে আসতে তাকে দয়া করে সাহায্য করুন।” 

ভক্তের কাতর আর্জি শুনে মুখ ফিরিয়ে নিতে পারেননি অক্ষয়। ভক্তকে তার ফোন নম্বর অক্ষয়ের টিমের কোনো সদস্যকে দিতে বলেন। ওই নারীর সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দেন অভিনেতা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মুহূর্তে। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তারকাকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর