গত ১০ জানুয়ারি পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের। ৯ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসরে আজ ষষ্ঠদিন। আজ ১৫ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব প্রদর্শনী স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় উৎসব কর্তৃপক্ষ।
বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণে শিল্পকলা একাডেমিতে আজকের সব শো বাতিল করা হয়েছে। এতে দর্শকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন আয়োজকেরা।
বিজ্ঞাপন
আজ ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে ‘ডায়নোসরস এগ’, ‘কিষ্কিন্ধা কানদাম’, ‘ওডিসি অব জয়’, ‘ডাইং ফর ডামিস’ ও ‘দ্য স্টোরি অব আ রক’ প্রদর্শনের কথা ছিল।
এদিকে প্রদর্শনী বন্ধ হওয়ার বিষয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু গণমাধ্যমকে বলেন, ‘শিল্পকলা একাডেমির নিজস্ব একটি আয়োজন থাকায় আজ ভেন্যুটি উৎসবের জন্য ব্যবহার করা যাচ্ছে না। তবে আগামীকাল থেকে সেখানে যথারীতি উৎসবের সিনেমা প্রদর্শনী চলবে।’
এদিকে উৎসবের বাকি চারটি ভেন্যু-জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে আজকের নির্ধারিত সব প্রদর্শনী যথারীতি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে এই উৎসবে।
বিজ্ঞাপন
ইএইচ/

