বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শহীদ কাপুরের বিরুদ্ধে গ্যাংস্টারের মেয়ের মামলা  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

শহীদ কাপুরের বিরুদ্ধে গ্যাংস্টারের মেয়ের মামলা  

সম্প্রতি প্রকাশ পেয়েছে বলিউড অভিনেতা শহিদ কাপুরের নতুন সিনেমা ‘ও রোমিও’র ঝলক। যেখানে রোমান্টিকতার বৃত্ত থেকে বেরিয়ে গ্যাংস্টার লুকে ধরা দিয়েছেন। তবে ট্রেলার প্রকাশের পর থেকে বিপাকে অভিনেতা। এ সিনেমাতে মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার ভূমিকায় অভিনয় করেছেন শহিদ। এর জেরে ধরে অভিনেতার বিরুদ্ধে মামলা দিয়েছেন গ্যাংস্টার উস্তরা-কন্যা সনোবর শেখ। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আইনজীবী ডিভি সরোজের মাধ্যমে ‘ও রোমিও’-এর পরিচালক বিশাল ভরদ্বাজ, চিত্রনাট্যকার রোহান নরুলা, প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং শহিদ কাপুরের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন সনোবর। এমনকি সেন্সর বোর্ডকেও আইনি নোটিশ পাঠিয়েছেন গ্যাংস্টারের মেয়ে। 


বিজ্ঞাপন


2269d5cebf970c3136af24ce7f64c973-696799c3b19e2.jpg?jadewits

আইনি নোটিশ পাঠিয়ে ক্ষান্ত হননি সনোবর। আদালতে ২ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেছেব তিনি। একইসঙ্গে সিনেমার প্রচার ও মুক্তিতে নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন জানিয়েছেন।  

আইনি নোটিশে বলা হয়েছে, ‘প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রকাশ্যেই বলা হচ্ছে ও রোমিও ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এবং এ-ও উল্লেখ করা হয়েছে যে, উস্তরার জীবনকাহিনি নির্ভর করে সাজানো হয়েছে শহিদ কাপুরের চরিত্রটি। কিন্তু এই সিনেমা তৈরিকালীন এবং তার প্রাক্কালে উস্তরার পরিবারের অনুমতি নেওয়া তো দূরঅস্ত, সনোবরের সঙ্গে কোনোরকম যোগাযোগও করেননি নির্মাতারা। উপরন্তু কাল্পনিকভাবে অতিরঞ্জিত করে নানা অপরাধমূলক ঘটনা দেখানো হয়েছে। যার জেরে উস্তরা-কন্যার মানহানি হয়েছে।’ 

7c44a21ab60a534bcc5bff4842ba26d0-69664e0fb80c6.jpg?jadewits


বিজ্ঞাপন


এদিকে ‘ও রোমিও’-এর নির্মাতাদের ভাষ্য, ‘ছবির শেষে ডিসক্লেইমার রয়েছে, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে—বাস্তব কোনো ব্যক্তির সঙ্গে কোনো সাদৃশ্য থাকলে সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর