যৌথ জীবন শুরু করেছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করে অনুসারীদের জানিয়েছে রাফসান। সেসব পোস্টে অভিনন্দন, শুভেচ্ছার চেয়ে ‘হা হা’ রিয়্যাক্টের দাপট বেশি।
শুরুতে নিজেদের বিয়ের কয়েকটি ছবি দিয়ে রাফসান লেখেন, ‘বন্ধু-বান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই মুহূর্ত। আমাদের নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি। আজ আমরা আমাদের জীবনকে একসূত্রে বাঁধলাম এবং একসঙ্গে এক সুন্দর অধ্যায়ে পা রাখলাম।’
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সে পোস্টে এক লাখ ৮৯ হাজার রিয়্যাক্টের মধ্যে এক লাখ ১৪ হাজার ‘হা হা’ রিয়্যাক্ট। মন্তবের ঘরেও কটাক্ষের দাপট। কেউ লিখেছেন, টিকুক না টিকুক বিয়ে করাটাই মুখ্য! কারও কথায়, পরকীয়ার বিয়াতে আবার দোয়াও চায়!
এরপর বিয়ের কিছু মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছেন রাফসান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাতে এক লাখ ৯ হাজার প্রতিক্রিয়ার ৬৪ হাজার হাসাহাসির। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, বিয়ে টিকুক আর না টিকুক বিয়ে করতে হবে এটাই মুখ্য। কারও মন্তব্য প্রকাশের অযোগ্য।
গতকাল মঙ্গলবার থেকে বিয়ের কথা শোনা গেলেও মুখে কুলুপ এটে ছিলেন জেফার-রাফসান। অবশেষে বুধবার দুপুর ২টায় সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে নিজেদের বিয়ের বিষয়টি নিশ্চিত রাফসান ও জেফার।

