ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই তা লুফে নেন ভক্তরা। সাজসজ্জায় অনন্যা পরী নজর কেড়েছেন আট থেকে আশির দর্শকদের।
সম্প্রতি একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে জন্য মালয়েশিয়াতে গেছেন তিনি। কাজের ফাঁকে অবসর সময় কাটাতে ছুটে গেছেন ল্যাংকাউই দ্বীপে। দ্বীপে কাটানো মুহূর্তগুলোর একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরীমণি। ছবিতে দেখা যায়, সৈকতের সামনে নীল আকাশের নিচে গ্ল্যামার ছড়াচ্ছেন। পরীকে দেখা গেছে ছোট প্যান্ট আর স্লিভলেস টপসে। আর চোখে ছিল দারুণ এক রোদ চশমা। ক্যাপশনে লিখেছেন, ‘শীত নাই’।
বিজ্ঞাপন
তীব্র শীতের মধ্যে পরীমণি ছবিগুলো উষ্ণতা ছড়াচ্ছে। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। এদিকে জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ পরীমণির পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চিকন হয়ে গেলে শীত লাগে না।’
পোস্টটি শেয়ার করার ৩ ঘণ্টার মধ্যে প্রায় ৩২ হাজার নেটিজেন রিঅ্যাক্ট দিয়েছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার জন প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইএইচ/

