ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘ এক দশক পর আফরান নিশোর ‘দম’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। সর্বশেষ সিনেমাতে দেখা যায় ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত ‘দুই পৃথিবী’। এরপর লম্ব সময় ধরে সিনেমাতে দেখা না গেলেও নিয়মিত ছিলেন ছোট পর্দায়।
প্রিয় অভিনেত্রীর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে রেদোয়ান রনি পরিচালিত ‘দম’-এর মাধ্যমে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে এই অভিনেত্রীর।
বিজ্ঞাপন
‘দম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, ছবির গল্প, লোকেশন এবং পরিচালকের কাজের ধরন তাঁকে নতুন করে সিনেমায় ফিরতে উৎসাহিত করেছে।
অভিনেত্রীর কথায়, ‘রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। তাঁর আগের কাজগুলো দেখলেই সেটা বোঝা যায়। এই সিনেমাতেও তিনি দারুণভাবে কাজ করছেন।”

শুটিং সেটের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চলনবিলের মাঝখানে খুব সুন্দরভাবে সেট তৈরি করা হয়েছে। ভালো কাজের জন্য যা দরকার, সবই এখানে আছে।’
বিজ্ঞাপন
জানা গেছে, ‘দম’ সিনেমায় ডলি জহুর অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে।
সত্তরের দশকে মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আশির দশকে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। চলচ্চিত্রে ‘মা’ কিংবা ‘ভাবি’র চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। চার দশকের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘দীপু নম্বর টু’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘বাবার আদেশ’, ‘মনের মাঝে তুমি’, ‘চাচ্চু’-এর মতো জনপ্রিয় সিনেমা।
ইএইচ/

