মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নাসরিন থাকলে সেই সিনেমায় অভিনয় করব না, স্পষ্ট জানিয়েছিলেন দিলদার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

নাসরিন থাকলে সেই সিনেমায় অভিনয় করব না, স্পষ্ট জানিয়েছিলেন দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন একজন অভিনেতা ছিলেন যাকে ছাড়া সিনেমা কল্পনা করাও অসম্ভব ছিল। তিনি কৌতুক সম্রাট দিলদার। জনপ্রিয়তার দিক থেকে অনেক নায়কদের ছাড়িয়ে গেছেন তিনি। পর্দায় তার উপস্থিতি দর্শকদের হাসি খোরাক জোগায়। কিন্তু পর্দার আড়ালে দিলদারের জেদ ছিল প্রবল। তার প্রমাণ মিলেছিল ‘লাল বাদশা’ সিনেমার সেটে। 

দীর্ঘ ক্যারিয়ারে কৌতুক অভিনয়ের পাশাপাশি ‘আবুল্লাহ’ ছবিতে নায়কের চরিত্রেও বাজিমাত করেছিলেন দিলদার। সহশিল্পীদের কাছে তিনি ছিলেন ভরসার প্রতীক। একবার মালেক আফসারীর ‘লাল বাদশা’ সিনেমার শুটিং চলাকালীন অভিনেত্রী নাসরিনের সঙ্গে তাঁর মনোমালিন্য তৈরি হয়। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, নাসরিনের সঙ্গে অভিনয় করতে অস্বীকার করেন দিলদার। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, নাসরিন থাকলে তিনি সেই সিনেমায় অভিনয় করবেন না।


বিজ্ঞাপন


image

অভিনেতার সিদ্ধান্তে বিপাকে পড়েন নির্মাতা মালেক আফসারী। সিনেমার একটি গানে দিলদার ও নাসরিনের একসঙ্গে পারফর্ম করার কথা ছিল। অভিনেতা বেঁকে বসায় পরিচালক গানটি বাদ দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু সেখানেও ছিল চমক। দিলদার জেদ ধরেন সিনেমায় গান থাকতেই হবে নইলে তিনি পরিচালককে শিডিউল দেবেন না।  

তখন পরিচালক মালেক আফসারী পাল্টা শর্ত ছুড়ে দেন গান থাকবে, কিন্তু সেটা দিলদারকেই গাইতে হবে। পর্দার ‘আব্দুল্লাহ’ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। অভিনেতার কণ্ঠে গাওয়া ‘শুধু ডিম দিয়ে পরিচয়’ গানটি মুক্তির পর সে সময় সারাদেশে তুমুল জনপ্রিয়তা পায়। 

কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার দীর্ঘ ৩৮ বছরের ক্যারিয়ারে প্রায় ৫০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৫ সালে ‘কেন এমন হয়’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’, ‘খায়রুন সুন্দরী’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘কন্যাদান’ ইত্যাদি। 


বিজ্ঞাপন


ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর