দীর্ঘদিন ধরে বলিউডে কানাঘুষা শোনা যাচ্ছিল ভারতীয় ব্যবসায়ী স্যাম মার্চেন্টের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এবার গুঞ্জন অনেকটা পাকাপোক্ত হলো। সম্প্রতি মুম্বাইয়ে কথিত প্রেমিকের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে।
সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে স্কুটারে করে তৃপ্তিকে পৌঁছে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন কথিত প্রেমিক স্যাম। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের পোশাকে দেখা যায় তৃপ্তিকে। সঙ্গে ছিলো গাঢ় রঙের ডেনিম জ্যাকেট। স্যাম পরেছিলেন কালো টি-শার্ট।
বিজ্ঞাপন

২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্কা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্যামের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তৃপ্তির। যদিও এখনো পর্যন্ত দুজনের কেউই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি বা নিশ্চিত করেননি।
অভিনেত্রীকে সবশেষ বড়পর্দায় দেখে গেছে, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধাড়ক ২’ সিনেমায়। তার বিপরীতে ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী। আগামী দিনে তৃপ্তিকে দেখা যাবে শহীদ কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘ও রোমিও’-তে। এ ছবিতে তৃপ্তি- শহীদ ছাড়াও অভিনয় করেছেন নানা পাটেকার, দিশা পাটানি, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি প্রমুখ।
ইএইচ/

