সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভাইসাবের উপস্থাপনায় ‘ব্যাচেলরস কিচেন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ভাইসাবের উপস্থাপনায় ‘ব্যাচেলরস কিচেন’

রোজ বৃহস্পতিবার রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হয় ‘ব্যাচেলরস কিচেন’ -এর নতুন পর্ব। দেশের ব্যাচেলরদের নিয়ে বানানো এই কনটেন্টে রান্না হয়ে ওঠে ব্যাচেলর জীবনের গল্প বলার মাধ্যম। 

উপস্থাপক ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) ক্যামেরা হাতে ঢুকে পড়েন কখনও স্টুডেন্টদের চিলেকোঠায়, কখনও কর্মজীবী ব্যাচেলরদের ছোট রান্নাঘরে, আবার কখনও বিশ্ববিদ্যালয়ের হল কিংবা ক্যাম্পাসের খোলা জায়গায়। যেখানে জীবন চলে কড়াকড়ি হিসেবে, কিন্তু বন্ধুত্ব আর আড্ডা কখনও কমে না। যেখানে নেই কোনো ফিক্সড রেসিপি; আছে অল্প উপকরণে চালিয়ে নেওয়ার বুদ্ধি, একসাথে থাকার আনন্দ আর নিজের দায়িত্ব নিজে নেওয়ার শিক্ষা। 


বিজ্ঞাপন


‘ব্যাচেলরস কিচেন’  তুলে ধরে সেই চেনা কিন্তু না বলা অনুভূতিগুলো, যা একসাথে হাসায়, ভাবায় এবং মনে করিয়ে দেয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ রেসিপি আসলে তৈরি হয় ব্যাচেলর জীবনের রান্নাঘরেই।

‘ব্যাচেলরস কিচেন’ গবেষণা করেছেন ফাহমিদুর রহমান ও পরিচালনা করেছেন সাইবেতুর রহমান ফয়সাল। দেখা যাচ্ছে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর