আজ সোমবার বাংলাদেশ স্থানীয় সময় যখন ভোর তখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮৩তম আসর। সে আসরে ডাকসাইটে সব তারকাদের পেছনে ফেলে সেরার পুরষ্কার নিয়েছেন ১৬ বছরের কিশোর অভিনেতা ওয়েন কুপার।
ব্রিটিশ ওয়েব সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ অভিনয় করে এ পুরস্কার জিতেছেন তিনি। অ্যাওয়ার্ড হাতে মঞ্চে দাঁড়িয়ে ওয়েন বলেন, “গ্লোডেন গ্লোবের মঞ্চে যে দাঁড়িয়ে আছি, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। কী যে অভাবনীয় যাত্রাপথ ছিল আমার এবং আমার পরিবারের তা বোধহয় সঠিকভাবে বর্ণনা করতে পারব না। অনেকে যা আমার এবং আমার পরিবারের জন্য করেছেন তাতে আমি সত্যি আপ্লুত।”
বিজ্ঞাপন
গেল বছরের ১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পায় ‘অ্যাডোলেসেন্স’। অল্পদিনেই বিশ্ব বিনোদন অঙ্গনে হইচই ফেলে সিরিজটি। পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। চারটি বিভাগে ছিনিয়ে নেয় পুরস্কার।
ওয়েন কুপার ছাড়াও সিরিজটির আরও কয়েকজন পেয়েছেন পুরস্কার। সেরা অভিনেতা হিসাবে স্টিফেন গ্রাহাম, সেরা সহ অভিনেত্রী ইরিন ডোহার্টি।

