সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘এটা আমাদেরই গল্প’ কী পাকিস্তানি সিরিজের নকল— মুখ খুললেন নির্মাতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

‘এটা আমাদেরই গল্প’ কী পাকিস্তানি সিরিজের নকল, মুখ খুললেন নির্মাতা 

ধারাবাহিক নাটকের হারানো সুদিন ফিরে এসেছে ‘এটা আমাদেরই গল্প’-এর হাত ধরে। রোজ মঙ্গল ও বুধবার নাটকটির জন্য দর্শক টিভি-ইউটিউবের সামনে বসে থাকেন। জনপ্রিয়তা পেলেও পিছু ছাড়েনি বিতর্ক। অনেকের মতে নাটকটি পাকিস্তানি সিরিজের নকল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা।

পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর সঙ্গে ‘এটা আমাদেরই গল্প’-এর মিল খুঁজে পাচ্ছেন অনেকে। তবে নির্মাতার এতে আপত্তি রয়েছে। তিনি বিষয়টিকে ‘অনুপ্রেরণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। 


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘এই স্টোরির কনসেপ্টটা ইন্সপায়ার্ড (অনুপ্রাণিত)। সেটা থেকে (অনুপ্রাণিত হয়ে) আমি আমার মতো করে আমাদের চারপাশের প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা থেকে নিচ্ছি।’

তার কথায়, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওদের কনসেপ্ট থেকে গল্পটাকে পুরোপুরি আমাদের সংস্কৃতি, সমাজ আর পারিবারিক বাস্তবতায় মানিয়ে নেওয়া। বাংলাদেশি পরিবারের সম্পর্কের ধরন, আবেগ প্রকাশের ভাষা, সামাজিক চাপ—সবকিছু আলাদা। সেই জায়গাগুলোতে আলাদা করে কাজ করতে হয়েছে, যেন দর্শকের মনে কখনোই এটা মনে না হয় যে গল্পটা বাইরের। এটাকে একেবারেই নিজেদের গল্প করে তোলাটাই ছিল মূল চ্যালেঞ্জ।’

‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা মিঠু, দীপা খন্দকার প্রমুখ। অন্যদিকে ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর