রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৪৩-এ চলে গেলেন ইন্ডিয়ান আইডল জয়ী প্রথম বাঙালি কণ্ঠশিলী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

৪৩-এ চলে গেলেন ইন্ডিয়ান আইডল জয়ী প্রথম বাঙালি কণ্ঠশিলী 

ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল জয়ী প্রথম বাঙালি কণ্ঠশিল্পী প্রশান্ত তামাং মারা গেছেন। আজ রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন দার্জিলিংয়ের প্রশান্ত। তার মাধ্যমে প্রথম কোনো বাঙালি আইডলের মঞ্চে চ্যাম্পিয়ন হয়। এর আগে সাধারণ পুলিশ ছিলেন তিনি। গাইতেন কলকাতা পুলিশের অর্কেস্ট্রায়। 


বিজ্ঞাপন


prashanta-tamang

ইন্ডিয়ান আইডলে সেরা হয়ে রাতারাতি তারকা বনে যান প্রশান্ত। এরপরের জীবনও বেশ মসৃণ ছিল তার। আইডলের ঘর থেকে বেরিয়ে বাজারে আনেন ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ধন্যবাদ। দারুণ জনপ্রিয়তা পায় সেটি। 

হিন্দি ও নেপালি ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রশান্ত। নেপালি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে আমাজন প্রাইম ভিডিওর পাতাললোক সিজন ২-এ।

prashant-tamang-1768117512


বিজ্ঞাপন


প্রশান্তের হঠাৎ মৃত্যুতে শোকাহত তার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তারা। করছেন শ্রদ্ধা নিবেদনও। অনেকে গায়কের শোকস্তব্ধ পরিবারের প্রতি জানাচ্ছেন সমবেদনা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর