‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের মৃগী রোগের কথা সবার জানা। আরও একটি বিরল রোগ বাসা বেঁধেছে তার শরীরে। যে কারণে লজ্জায় দিনের পর দিন নিজেকে ঘরে আটকে রেখেছিলেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বুলিমিয়া নামের এক রোগে আক্রান্ত ফাতিমা। এ রোগের রোগীদের মাঝে কম সময়ে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে। ফাতেমারও ক্ষেত্রেও একই চিত্র ছিল। বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
তার কথায়, ‘‘আমার সঙ্গে খাবারের সম্পর্কটা ভীষণ ‘টক্সিক’। আমি খেয়েই চলেছি। কোনো লাগাম ছাড়াই খাচ্ছি। তারপর আবার মন খারাপ হচ্ছে। আমি এত বেশি কেন খেলাম। একটা সময় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। কারণ বের হলেই খেতাম শুধু।’’
ফাতিমা জানিয়েছেন শুরুতেই রোগের বিষয়টি বুঝতে পেরেছিলেন তিনি। লোকলজ্জার কারণে চেপে ছিলেন। তবে এখন নিজেকে সামলেছেন। নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছেন এবং মানসিক স্বাস্থ্যের কথা ভেবে কম খাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

