রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সন্ধ্যা ছয়টার পর ফোন বন্ধ রাখেন রাম চরণ, জানালেন কারণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

সন্ধ্যা ছয়টার পর ফোন বন্ধ রাখেন রাম চরণ, জানালেন কারণ 

আজকাল তারকাদের যখন মোবাইল ফোনে মুখ গুঁজে থাকতে দেখা যায় তখন সন্ধ্যা ছয়টা বাজলেই ফোন বন্ধ করে দেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেতা। 

ওই সাক্ষাৎকারে রাম চরণ জানান, কর্মজীবনের পাশপাশি তার ব্যক্তিগত জীবনের সমান গুরুত্ব রয়েছে। তিনি কাজসর্বস্ব হয়ে জীবন কাটাতে চান না। রাম চরণ বলেন, ‘‘আমি সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করতে রাজি। কিন্তু, তার পরে ফোন পুরোপুরি বন্ধ করে দিই।’’ শুধু তা-ই নয়, অভিনেতা সন্ধ্যা ছয়টার মধ্যে রাতের খাবারও খেয়ে নেন।


বিজ্ঞাপন


অভিনেতার খাবার তালিকায় সাধারণ খাবারের আধিপত্য। রাতে খিচুড়ি ছাড়া চলেই না। স্ত্রী উপাসনা জানিয়েছেন দেশ-বিদেশ সব জায়গায় ডিনারে খিচুড়ি চাই অভিনেতার। আর সকাল শুরু হয় এক গ্লাস দুধ দিয়ে। 

এই মুহূর্তে রাম চরণ ব্যস্ত তার নতুন সিনেমা ‘পেড্ডি’র প্রস্তুতিতে। এতে তার সঙ্গে দেখা যাবে বলিউড তারকা জাহ্নবী কাপুরকে। জানা গেছে, আগামী মার্চে জ্বলে উঠবে ‘পেড্ডি’র লাইট ক্যামেরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর