প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের পাগলামির শেষ নেই। কখনও তা মাত্রা ছাড়ায়। এই যেমন ঘটল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে। কৌতূহলী জনতার দ্বারা হেনস্তার শিকার অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল শুক্রবার ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের সুরাটে যান অমিতাভ বচ্চন। লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে যাওয়ার আগে বিমানবন্দর থেকে সোজা গিয়েছিলেন তার বন্ধু তথা ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে।
বিজ্ঞাপন
সেখানে বন্ধুর সঙ্গে দেখা করে বের হওয়ার সময় অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন অমিতাভ। বিগ বি’কে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনুরাগীদের ভিড়ে অভিনেতার প্রাণ প্রায় ওষ্ঠাগত হওয়ার জোগাড়।
অনুরোধ করেও কাজ হয়নি। উল্টো শুরু হয় ধাক্কাধাক্কি। যার ফলে আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্তের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা গেছে, ভিড়ে কিছুক্ষণের জন্য থমকে যেতে বাধ্য হন বচ্চন। এমনকী নিরাপত্তারক্ষীদেরও বিগ বি’কে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে বেগ পেতে হচ্ছিল। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কির জেরে একাধিক ব্যক্তির আহত হয়েছেন বলে জানা গেছে।

