তুরস্কের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকার বিরুদ্ধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এবার জনপ্রিয় অভিনেতা দোহুকান গুঙ্গরসহ ২৩ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (৫ জানুয়ারি) প্রসিকিউটরদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
মাদককাণ্ডে আটক তুরস্কের অভিনেতা দোহুকান বর্তমানে জনপ্রিয় ড্রামা সিরিজ ‘কিলজিলজিক শেরবেতি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
বিজ্ঞাপন
দেশটির প্রসিকিউশন জানিয়েছে, মোট ২৬ জন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। যার মধ্যে ২৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। ২ জন দেশের বাইরে অবস্থান করছেন এবং ১ জন আগে থেকেই অন্য মামলায় কারাগারে রয়েছেন।

গত অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য ছিল সংগীতশিল্পী, অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি মাদক চক্র। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনদের নিয়মিত জিজ্ঞাসাবাদ, রক্ত ও চুলের নমুনা ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।
এর আগে গত ডিসেম্বরে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জনপ্রিয় গায়িকা আলেয়না তিলকি, অভিনেত্রী ইরেম সাক এবং ইনফ্লুয়েন্সার দানলা বিলিককে আটক করা হয়েছিল। যদিও জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এছাড়া গায়ক ইউসুফ গুনে এবং অভিনেত্রী মেলিসা ডঙ্গেলকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ফিরতেই আটক করা হয়েছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শেইমা সুবাশিকে।
এই তদন্তের জাল কেবল শোবিজ অঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ নেই। মাদক মামলায় ইতোমধ্যে গ্রেফতারর হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মেহমেত আকিফ এরসয় এবং সংবাদ উপস্থাপক এলা রুমেসা সেবেসি।
ইএইচ/

