শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্রভাসের ‘রাজাসাব’ দেখতে গেট ভেঙে প্রেক্ষাগৃহে প্রবেশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

প্রভাসের ‘রাজাসাব’ দেখতে গেট ভেঙে প্রেক্ষাগৃহে প্রবেশ

দক্ষিণী সুপারস্টার প্রভাসের সিনেমা মানেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ভারত জুড়ে শুরু হয় মহোৎসব। কিন্তু অভিনেতার নতুন সিনেমা ‘রাজাসাব’ মুক্তিকে ঘিরে হায়দরাবাদের প্রেক্ষাগৃহগুলো পরিণত হয়েছে রণক্ষেত্রে। 

প্রভাসের হরর-কমেডি ছবিটি ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বৃহস্পতিবার রাত থেকেই প্রিমিয়ার শো-এর পরিকল্পনা ছিল। কিন্তু সরকারি অনুমতি পত্র পৌঁছাতে দেরি হওয়ায় শেষ মুহূর্তে শো বাতিল করে হল কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ হলের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের কোনো স্পষ্ট তথ্য না দেওয়ায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


fans

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদের বিমল থিয়েটারে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিডিয়া স্ক্রিনিং চলাকালীন কয়েকশ ভক্ত জোর করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। 

অন্যদিকে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের কুকাটপল্লী এলাকায় প্রভাস ভক্তরা থিয়েটারের প্রধান ফটকে সজোরে ধাক্কাধাক্কি করতে থাকেন। এক পর্যায়ে সিকিউরিটি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হল কর্তৃপক্ষ ও পুলিশকে হিমশিম খেতে হয়। অনেক জায়গায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের খবরও পাওয়া গেছে।  

শুক্রবার সকালে ভারত জুড়ে মুক্তি পেয়েছে ‘রাজাসাব’। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনের মতে, সিনেমাটির প্রথমার্ধ কিছুটা ধীরগতির হলেও দ্বিতীয়ার্ধে বেশ চমক রয়েছে। 


বিজ্ঞাপন


fans_gc

তবে সব সমালোচনা ছাপিয়ে প্রশংসা কুড়াচ্ছেন প্রভাস। ভক্তদের মতে, তাঁর লুক এবং অভিনয় দর্শকদের নজর কেড়েছে। একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সিনেমার ক্লাইম্যাক্স আরও ভালো হতে পারত। তবে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি এটি।’

‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’ ও ‘আইভি এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত বিগ বাজেটের ‘রাজাসাব’ ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল এবং ঋদ্ধি কুমার। এছাড়াও আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও বোমান ইরানি। ছবিটি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর