ঈদকেন্দ্রিক ঢালিউডে অন্যসময় ছবি মুক্তি আর মরা গাছে জল ঢালা একই কথা। তাই দুই ঈদ ছাড়া বছরের অন্য সময় সিনেমা মুক্তিতে আগ্রহ দেখান না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবারও একই চিত্র। নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে না কোনো ছবি। এমনকি প্রথম মাসে মুক্তির মিছিলে একটি ছবি মাত্র।
চলতি মাসে মুক্তির জন্য চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে নাম নিবন্ধন করেছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ নামের একটি ছবি। ঢাকা মেইলকে তথ্যটি নিশ্চিত করেছেন সমিতির অফিস সহকারী সৌমেন রায় বাবু। এর বাইরে আর কোনো ছবি মুক্তির জন্য নাম নিবন্ধন করেনি বলে জানালেন তিনি।
বিজ্ঞাপন
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তির কতাহ ছিল সদয় বিদায়ী ডিসেম্বরের ২৬ তারিখ। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে আসে ছবিটি। চলতি মাসে ছবিটি মুক্তি পাচ্ছে।
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ নির্মাণ করেছেন আহমেদ হাসান সানি। তার পরিচালিত প্রথম সিনেমা এটি। অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম,, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলম প্রমুখ। প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ তুর্য প্রমুখ।

