শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কনসার্টে হাদী, আবরারসহ সব হত্যার বিচার দাবি তাসরিফ খানের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

কনসার্টে হাদী, আবরারসহ সব হত্যার বিচার দাবি তাসরিফ খানের

সুরের মূর্ছনাকে ছাপিয়ে এবার কনসার্টের মঞ্চ থেকে ভেসে এলো বিচারের দাবি। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘কুঁড়েঘর’-এর ভোকাল তাসরিফ খান কনসার্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় কনসার্টের একটি ছবি শেয়ার করেছেন তাসরিফ। যেখানে দেখা যায়, কনসার্টে ওসমান হাদীর ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড তুলে ধরেছেন তিনি। তাঁর সতীর্থরা তুলে ধরেছেন, ‘উই আর হাদী’ ও ‘জাস্টিস ফর হাদী’ লেখা প্ল্যাকার্ড। 


বিজ্ঞাপন


ইনসাফ বা ন্যায়বিচার পেতে আর কত দেরি হবে— অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশে এমন প্রশ্ন তুলে তাসরিফ তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আমাদের প্রতিটা কনসার্টে, আড্ডায় এবং অলি-গলিতে আমাদের ভাইয়ের হত্যার বিচারের দাবিতে চারদিক ছেয়ে ফেলব ইনশাল্লাহ।”

তাসরিফ হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, ‘যেকোনো ধরনের নাটক করে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বিরাট বড় ভুল হবে। ওসমান হাদী এবং আবরারসহ প্রতিটা হত্যার আসামিদের বিচার দ্রুত কার্যকর করতে হবে।’

সবশেষে তিনি মনে করিয়ে দেন যে, ‘বিচার পাওয়া কোনো দয়া না বরং এটা আমাদের অধিকার।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর