শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের গোমর ফাঁস করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের গোমর ফাঁস করলেন অভিনেত্রী

গল্পের প্রয়োজনে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলতে হয় অভিনয়শিল্পীদের। ঘনিষ্ঠ দৃশ্যতেও হাজির হতে হয়। চরিত্র বাস্তবসম্মত করে তুলতে বিভিন্ন অঙ্গ ভঙ্গি করতে হয় কিন্তু এগুলো মোটেও রোমাঞ্চকর নয় বলে দাবি বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবলের। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় অন্তরঙ্গে দৃশ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় শব্দ ঠিক রাখার জন্য এসিগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে সবাই ঘেমে একাকার। শরীরে মাইক লাগানো থাকে, কেউ হেয়ার ড্রায়ার দিয়ে ঘাম শুকাচ্ছে। হঠাৎ কেউ এসে বলে, “নিচ দিক থেকে আলো কম”, তখন মুখে আলো ফেলতে থার্মোকলের একটি টুকরা এনে ধরা হয়। আরেকজন চুল ঠিক করছে। এত মানুষ যখন আপনাকে দেখছে, তখন রোমান্স আসবে কীভাবে?’ ‘চুমু মানে কার্ডবোর্ডে চুমু’ পর্দার আড়ালের বাস্তবতা আরও স্পষ্ট করে গিরিজা বলেন, ‘একবার কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল, “পর্দায় চুমু খাওয়ার অনুভূতি কেমন।” আমি বলেছিলাম, এটা কার্ডবোর্ডে চুমু খাওয়ার মতো। কোনো আবেগই থাকে না, সবকিছু একেবারেই যান্ত্রিক।’ 


বিজ্ঞাপন


image

সাক্ষাৎকারে গিরিজা জানিয়েছেন, অনেক সময় ক্যামেরার খুব কাছ থেকে সংলাপ দিতে হয়। সেটি শিল্পীর ক্লোজআপ শট হয়, তখন বিপরীতের অভিনেত্রী বা অভিনেতা সেখানে থাকেন না। 

এর আগেও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অকপটে কথা বলেছেন গিরিজা। ‘থেরাপি শেরাপি’ নামের একটি ওয়েব সিরিজের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সাধারণত ‘ইনটিমেসি কোঅর্ডিনেটর’-রা উপস্থিত থাকেন। পুরো সেটের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে অভিনেতা–অভিনেত্রীরা স্বচ্ছন্দ বোধ করেন। আগেই আলোচনাও হয় কীভাবে দৃশ্যটি হবে, কতটা দেখা যাবে, কোথায় কাট হবে। পুরো পরিকল্পনাটা পরিষ্কার থাকে।’’ 

image


বিজ্ঞাপন


‘থেরাপি শেরাপি’ সিরিজে অভিনেত্রীর বিপরীতে ছিলেন গুলশান। সাক্ষাৎকারে গিরিজা জানিয়েছিলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের জন্য অস্বস্তি হলেও গুলশানের সঙ্গে রোমান্সের সময় মোটেও অস্বস্তি অনুভব করেননি। বরং অভিনেতা প্রশংসা করেছিলেন।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর