চলতি বছরে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের ভোটাদের নিবন্ধন যাচাই বাচাই শুরু করেছে। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে রাজ্যগুলোতে এসআইআর প্রক্রিয়া জোরদার করেছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবার নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে নির্বাচন এসআইআরের ডাক পেয়েছেন টলিউড অভিনেতা দেব।
সম্প্রতি অনুষ্ঠিত ‘প্রজাপতি ২’ ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ে এসআইআর তলবের বিষয়ে মুখ খুললেন দেব। তিনি বলেন, ‘অনেক মানুষ যাচ্ছে শুনানির জন্য, আমি কি একমাত্র নাকি? এমন হচ্ছে যেন আমায় অন্য কোথাও ডেকেছে। এসআইআরের জন্যই তো ডেকেছে। আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে যেটাকে ‘ল অফ দ্য ল্যান্ড’ বলে মেনে চলব। আমার কাছে এখনও নোটিশ আসেনি। কিন্তু আমি জানি আমাকে ডাকা হবে। খুব সম্ভবত ১৪ তারিখে শুনানি হবে। আমার অফিসকে যেটা জানানো হয়েছে। আমি যাব।’

দেব আরও বলেন, ‘নির্বাচনের সময় সব কিছুই রাজনৈতিক। আমি কী কথা বলছি, সেটা নিয়েও যদি রাজনীতি হয়। দেব ১২-১৩ বছর ধরে রাজনীতি করছে তার মধ্যে এমন কোনো মন্তব্য করিনি যাতে আমার দলের কোনো খারাপ হবে। এমন কোনো মন্তব্য রাখতে চাই না যাতে আমার দেশের সংবিধানে কোনো দাগ কাটুক। আমি আমার দেশের সংবিধানকে শ্রদ্ধা করি। আমি এটাও চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসুন। এটার মধ্যে কোনো রাজনীতি নেই। এবার রইল কথা এসআইআর, এটা নতুন নিয়ম। আমি সেটা মেনে চলব এবং এই দেশের নাগরিক প্রমাণ করার জন্য যা যা লাগবে করব।’
গত বছরের বড়দিনে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’। প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহ পরও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে। এদিকে নতুন বছরের শুরুতেই ৪টি ছবির ঘোষণা দিয়েছেন দেব। চলতি বছরের স্বাধীনতা দিবসে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। করিমূল হকের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে দেবের বিপরীতি থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ইএইচ/

