দুই আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ৭ নভেম্বর ছেলের জন্মের সুখবর দিলেও নামা প্রকাশ করেননি। এবার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ছেলের হাতের ছবিসহ নাম জানালেন তারা।
সামাজিক মাধ্যমে সন্তানের হাতের ছবি প্রকাশ করে ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। একমুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
বিজ্ঞাপন
যৌথ বিবৃতিতে তারা আরও লিখেছেন, “বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে।”
ক্যাট ও ভিকির ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল তাঁদের প্রথম সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্টবক্সে মৌমাছির মতো ঝাপিয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। ক্যাটরিনার ছেলের নাম প্রকাশ পর শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।
অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকর, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ সবাই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন।
২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।
বিজ্ঞাপন
ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে আরও অভিনয় করেন বিজয় সেতুপতি প্রমুখ। অন্যদিকে ভিকিকে শেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানা।

