দীর্ঘ এক যুগের বেশি সময় পর দেশের ফিরেছেন নব্বইয়ের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু। ক্যারিয়ার যখন সফলতার তুঙ্গে, সেই সময়েই হঠাৎ শোবিজ অঙ্গনের আলো ঝলমলে দুনিয়া ছেড়ে স্বামীর সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পরিবার নিয়ে রিয়া স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।
সম্প্রতি দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি সৌদি আরবে গিয়েছিলেন ওমরাহ করতে। সেখান থেকে ২৫ ডিসেম্বর দেশে আসেন রিয়া। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ছিল বিশেষ আড্ডা। সেখানে আড্ডা জমে রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খানের সঙ্গে।
বিজ্ঞাপন
রিয়াকে কেন্দ্র করে বিশেষ আড্ডার অন্যতম আয়োজক বিপ্লব সাহা গণমাধ্যমকে বলেন, ‘বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গেই রিয়া এখন আর জড়িত নন। পরিবার নিয়ে নিজের মতো আছেন তিনি। আমরা যারা তার কাছের মানুষ, তারা সেই ব্যাপারটিকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া। কয়েক ঘণ্টা গল্প-আড্ডায় আমাদের সময় কেটেছে।’
বিপ্লব জানিয়েছেন, চলতি সপ্তাহেই পরিবার নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে ফিরবেন রিয়া।
এক সময়ের জনপ্রিয় এই মডেল ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন, তবে সেই সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। পরে ২০১৩ সালের মার্চে আমেরিকাপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দ্বিতীয়বার বিয়ের পর অভিনয় ও মডেলিং থেকে নিজেকে আড়াল করেন।
ইএইচ/

