বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকার দূষিত বাতাসে অসুস্থ অর্ণবের স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

ঢাকার দূষিত বাতাসে অসুস্থ অর্ণবের স্ত্রী

ঢাকার দূষিত বাতাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়েক। অর্ণবও অসুস্থ। সামাজিক মাধ্যমে তা নিজেই জানিয়েছেন সুনিধি। 

রোববার (৪ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে সুনিধি লেখেন, ‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চারদিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে দেয়। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়।’


বিজ্ঞাপন


গায়িকা লেখেন, ‘ত্রয়ী ইসলাম বোনের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছে, জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত-সবকিছু সে-ই দেখভাল করছে। বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছি যে আমি সত্যিই অনেক ধন্য।’

সবশেষে সবার কাছে প্রার্থনার আবেদন জানিয়ে তিনি লেখেন, ‘ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি, তবে এখনও অনেক সমস্যা রয়েছে। দয়া করে আমাকে তোমাদের প্রার্থনায় রাখো।’

ভারতের আসানসোলের মেয়ে কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। ২০২০ সালে অর্ণবকে বিয়ে করার পর ঢাকাই তার নতুন ঠিকানা।

আরআর/এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর