বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কিংবদন্তি অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

কিংবদন্তি অভিনেতার মৃত্যু

দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আন সুং-কি আর নেই। গেল সোমবার অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউ-তে চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। 


বিজ্ঞাপন


মাত্র পাঁচ বছর বয়সে অভিনয় শুরু করেন আন সুং-কি। এরপর আর পেছনে তাকানো হয়নি। টানা ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি সিনেমা, টেলিভিশন ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন।

আন সুং-কি অভিনীত বহু ছবি কোরিয়ান সিনেমার ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত। সামাজিক ছবি থেকে শুরু করে দেশপ্রেম, পারিবারিক গল্প কিংবা বাস্তবধর্মী চরিত্র, সব ধরনের ভূমিকাতেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। তাঁর স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের গভীরতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে কোরিয়ার চলচ্চিত্র অঙ্গনে নেমেছে শোকের ছায়া।

আরআর/এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর