‘আজ কি রাত’ গানে কোমর দুলিয়ে সময়টা নিজের করে নিয়েছিলেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। ফলে রাতারাতি আকাশছোঁয়া হয় তার পারিশ্রমিক। এবার তিনি কোমর দোলাতে মিনিটে নিলেন কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সদ্য বিদায়ী বছরের বিদায়বেলায় গোয়ার সমুদ্রসৈকতে এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। সামনের দিকে তাকে দেখার লোভ সামলাতে পারেননি দর্শক। চড়া দামে কিনেছেন টিকিট। ৬ মিনিটের জন্য তামান্না পারিশ্রমিক নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ মিনিটে এক কোটি।
বিজ্ঞাপন

তামান্না মঞ্চে উঠতেই বদলে যায় দর্শকদের আচরণ। সকলেই চিৎকার করে ডাকতে থাকেন তার নাম ধরে। অভিনেত্রীর শরীরী সৌন্দর্যে মজে গিয়েছিলেন সবাই। সেখানে তামান্নার সঙ্গে ছিলেন সোনম বাজওয়া, ডিজে চেতস-সহ একাধিক শিল্পী।
গেল বছর বিচ্ছেদের অনলে পুড়ে তামান্নার কলিজা অঙ্গার হয়েছে। পাশাপাশি ‘আজ কি রাত’ গান দিয়েছে আকাশছোঁয়া সাফল্য। এরপর তাকে দেখা যায় ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’-এর তালে নাচতে। নতুন বছরেও রয়েছে তার দাপট।
আরআর/এনএম

