সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মিথুনের কথায় ফোয়াদ নাসের বাবুর সুরে গাইলেন রাশেদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

মিথুনের কথায় ফোয়াদ নাসের বাবুর সুরে গাইলেন রাশেদ

মিজানুর রহমান মিথুনের লেখা একটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা রাশেদ। ‘দিগন্ত ছুঁয়ে যাওয়া আকাশ নীলে’ কথার গানটির এরইমধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

গানটি প্রসঙ্গে ফোয়াদ নাসের বাবু বলেন, ‘মিথুনের লেখা গানটির কথা আমার পছন্দ হয়েছে। দারুণ লিখেছেন তিনি। রাশেদও সুন্দর গেয়েছেন। আশা করছি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’


বিজ্ঞাপন


রাশেদ বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সুর বরাবরই আমার মন ছুঁয়ে যায়। তার সুর ও সংগীত পরিচালনায় গান গাইতে পারা একটা দারুণ অভিজ্ঞতার ব্যাপার। গানের কথাও আমার কাছে ভালো লেগেছে। রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আমি আশাবাদী।’

মিথুন বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাইয়ের মতো একজন কিংবদিন্ততুল্য সংগীত পরিচালক ও সুরকার আমার লেখা গানের সুর করেছেন এটা আমার জন্য পরম প্রাপ্তি। এ জন্য ভীষণ উচ্ছ্বসিত। অসাধারণ সুরের এ গানটি শিল্পী রাশেদ তার কণ্ঠে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। গানটি শ্রোতাদের ভালোলাগলে আমাদের সবার প্রচেষ্টা সার্থক হবে।’

‘দিগন্ত ছুঁয়ে যাওয়া আকাশ নীলে’ গানটি বাংলাদেশ বেতারের টান্সক্রিপশন সার্ভিসের জন্য রেকর্ড করা হয়েছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর