গেল বছর ডানা মেলে বিচ্ছেদের গুঞ্জন। নতুন বছরের শুরুতেই জানা গেল সংসার ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। নিজের মুখেই জানিয়েছেন সিদ্ধান্তের কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দশ বছরের সংসার ভারতীয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজের। ঘরে রয়েছে তিন সন্তান। বিচ্ছেদের খবর দিয়ে তারা লিখেছেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনো খলচরিত্র নেই বা নেতিবাচকতা নেই। দাম্পত্য ভাঙলেও আমাদের বন্ধুত্ব রয়ে যাবে। সবসময় পরস্পরের পাশে রয়েছি।”

তবে তাদের তিন সন্তান কার কাছে থাকবে সে প্রসঙ্গে কিছু বলেননি। শুধু লিখেছেন, “তিন সন্তানের জন্য মা-বাবা হিসাবে সবসময় একসঙ্গে থাকব আমরা। দুই জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু যে কোনো সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।”
অনেক দিন ধরেই জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় জুটি তারা। তবে বেশ কিছুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এরপর থেকেই ছড়ায় বিচ্ছেদ গুঞ্জন। এবার নিজেরাই দিলেন পথ বেঁকে যাওয়ার খবর।

