সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সালমান খানের পরিবারে নতুন সদস্য 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

সালমান খানের পরিবারে নতুন সদস্য 

মৃত্যুর হুমকি প্রতিনিয়ত নিশ্বাস ফেলে সালমান খানের কাঁধে। সর্বদা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সময় কাটাতে হয় তাকে। এরইমধ্যে এলো সুখবর। নতুন সদস্য এলো সালমান খানের পরিবারে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাগদান হয়েছে সালমানের বোনের ছেলে অয়ন অগ্নিহোত্রী। ঘরে এসেছে তার স্ত্রী। সালমানের ভাগ্নে সামাজিক মাধ্যমে জানিয়েছেন সে খবর।


বিজ্ঞাপন


এরপর থেকেই নেটিজেনরা পেয়ে বসেছেন। ভাগ্নের বিয়ে হলো। এবার মামার বিয়ে খেতে চাইছেন তারা। যদিও সেসবে মাথা ঘামাচ্ছেন না ভাইজান। তিনি ব্যস্ত বিগ বস নিয়ে।

তবে একাকিত্বের কথা জানাতেও ভোলেননি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, এরই মধ্যে নিজের একাকিত্বের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন, ‘‘গত ২৫ বছরে কারও সঙ্গে নৈশভোজে যাইনি। কাজ ও শুটিংয়েই কেটে যাচ্ছে জীবন। হয় শুটিংসেটে রয়েছি, নয়তো বাড়িতে, নয়তো কোনো হোটেলে। জীবনযাপনের এমন সীমাবদ্ধতার জন্য বহু বন্ধুকে হারিয়েছি। শুধু তা-ই নয়, এখন হাতে গোনা চার-পাঁচটা বন্ধুই রয়েছে আমার।’’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর