সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জয়া নন, গত ৫০ বছর ছায়ার মতো যিনি থেকেছেন অমিতাভের সঙ্গে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

জয়া নন, গত বছর ছায়ার মতো যিনি থেকেছেন অমাতভের সঙ্গে 

জয়া বচ্চনের সঙ্গে জন্মের বন্ধন অমিতাভ বচ্চনের। অতএব স্বামীর সঙ্গে ছায়ার মতো থাকার কথা অভিনেত্রীর। তবে এবার বিগ-বি জানালেন জয় নন গত ৫০ বছর তার সঙ্গে ছায়ার মতো থেকেছেন অন্য কেউ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শেষ দিনের পর্বে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়েছেন অমিতাভ। তিনি অভিনেতার মেকআপ আর্টিস্ট দীপক সাবন্ত।


বিজ্ঞাপন


সহকর্মীকে প্রশংসায় ভাসিয়ে বিগবি বলেন, “এই ৫০ বছরে আমি ২০০’র বেশি ছবিতে অভিনয় করেছি। এমন একদিনও হয়নি যে আমার সঙ্গে দীপক ছিল না। পৃথিবীর যে প্রান্তে যখনই আমি শুটিং করেছি, সময় মতো পৌঁছে গেছে দীপক। তিন দিন আগে ওর দাদার মৃত্যু হয়। সেই দিনও সময়মতো কাজে এসেছে। যদিও এই কথাটা বলতে আমার খারাপই লাগছে। কিন্তু এটাকেই বলে একাগ্রতা।”

প্রত্যুত্তরে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি দীপক। তিনি বলেন, “স্যর আমাকে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছেন। এমন নম্র, ভালো মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার জন্যও সৌভাগ্যের ব্যাপার।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর