সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা 

শুভ্রজিৎ সাহার সঙ্গে বন্ধুত্ব গড়ায় প্রেমে। সে বাঁধন ছিড়ে যেন না যায় সেজন্য ২০২৪ সালে বাঁধা পড়েন আইনি বিয়েতে। এবার সামাজিকভাবে শুভ্রজিতের সঙ্গে বিয়ে সারতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। চলুন জেনে নেওয়া যাক প্রিয়াঙ্কার বিয়ের আর কতদিন আছে? 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির ছোটপর্দার দুই পরিচিত মুখ শুভ্রজিৎ সাহা ও প্রিয়াঙ্কা মিত্রের বিয়ের খবর। জানা গেছে, চলতি বছর চার হাত এক হবে তাদের। 


বিজ্ঞাপন


priyanka-cov

অপেক্ষার আর মাত্র এক মাস। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। এরইমধ্যে আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন তারা দুই জন। এলাহী ভোজের আয়োজন প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের আইবুড়োভাতে। একে অপরকে খাইয়ে নিজেদের জীবনের নতুন শুরুয়াতের উদযাপনে মেতেছেন তারা। ক্যাপশনেই অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষার আর মাত্র এক মাস।’

আইবুড়োভাতের থালায় ভরপুর ছিল ভাত, পোলাও, মাটন, চিংড়ি, লুচি, মিষ্টিতে। শাড়ি-পাঞ্জাবিতে সেজেছিলেন শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা।গলায় ছিল রজনীগন্ধার মালা মাথায় শোলার মুকুট ও টোপর।

3abc043b-3710-4929-b82d-aaf854e2612f


বিজ্ঞাপন


প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’য়। অন্যদিকে শুভ্রজিৎ জনপ্রিয়তা অর্জন করেছেন ‘নয়নতারা’, ‘রাখি বন্ধন’ সিরিয়াল দুটির মাধ্যমে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর