৫১ বসন্ত পেরুলেও বয়স ছুঁতে পারেনি বলিউড তারকা হৃতিক রোশনকে। মুগ্ধ ভক্তরা তাকে ডাকেন গ্রীক গড। অনেকে তার সৌন্দর্যের কারণ জানতে কৌতূহলী। এবার মুখ খুললেন অভিনেতা। সামাজিক মাধ্যমে জানালেন, শরীরে বহমান বাঙালি রক্ত-ই এ সৌন্দর্যের নেপথ্য কারণ।
সম্প্রতি কিছু নতুন ছবি ভাগ করে নিয়ে অভিনেতা সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমার মধ্যে থাকা ২৫ শতাংশ বাঙালি জিনের কারণেই এই ঔজ্জ্বল্য।” সঙ্গে তিনি হ্যাশট্যাগে লেখেন, মাছের ঝোল ও সোনার বাংলা।
বিজ্ঞাপন
সম্পতি কাজিনের বিয়ে হাজির হয়েছিলেন হৃতিক। বর্তমান প্রেমিকার পাশাপাশি তার সাবেক স্ত্রীও ছিলেন সেখানে। বিয়ের অনুষ্ঠানে অভিনেতার সাজপোশাকে ছাপিয়ে গিয়েছিল সবাইকে। যা দেখে মুগ্ধ নেটাগরিকেরা। তারপরই নিজের ছবি প্রকাশ করে সৌন্দর্যের নেপথ্য কারণ জানান।
হৃতিককে সবশেষ দেখা গেছে ওয়ার ২ সিনেমায়। এতে আরও ছিলেন দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। তবে ছবি ব্যবসায়িকআবে লাভের মুখ দেখেনি। ওই জায়গা থেকে বলা যায় সৌন্দর্য ঢাল হতে পারেনি।

