আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১ জানুয়ারি রাতে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে।
বিজ্ঞাপন
বিএনপির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী কর্মকৌশল ও মাঠপর্যায় সমন্বয়ের লক্ষ্যে রাজপথের সক্রিয় নেতা ও নীতি–বিশেষজ্ঞদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন “অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে” এই কমিটি দলীয় রণকৌশল নির্ধারণ এবং সার্বিক সমন্বয়ের কাজ করবে। কমিটির সদস্যদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন বিএনপির প্রার্থীর দৌড়ে ছিলেন মনির খান। কিন্তু এবারও তিনি মনোনয়ন পাননি। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় এ সংগীতশিল্পী এক সময় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বিজ্ঞাপন
ইএইচ/

