শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হোটেল থেকে কিংবদন্তি অভিনেতার মেয়ের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

হোটেল থেকে কিংবদন্তি অভিনেতার মেয়ের মরদেহ উদ্ধার

ইংরেজি নতুন বছরের শুরুতেই মেয়েকে হারালেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টমি লি জোন্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেল থেকে অভিনেতা ট্মির মেয়ে ভিক্টোরিয়া জোন্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাতে জানা গেছে, পহেলা জানুয়ারি ভোরে সান ফ্রান্সিসকোর বিখ্যাত ফেয়ারমন্ট হোটেল থেকে জরুরি বিভাগে একটি ফোন আসে। ভোর ৩টার দিকে মেডিকেল দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেলে পৌঁছে ভিক্টোরিয়াকে নিথর অবস্থায় পান। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে উদ্ধারকারীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

image

সান ফ্রান্সিসকো পুলিশ টমি লির মেয়ের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর পেছনে কোনো হত্যার আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ভিক্টোরিয়া জোন্স ৭৯ বছর বয়সী অস্কারজয়ী অভিনেতা টমি লি জোন্স এবং তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লি ক্লফলির সন্তান। বাবার পথ ধরে ভিক্টোরিয়াও ক্যারিয়ারের শুরুতে অভিনয়ে নাম লিখিয়েছিলেন। ২০০২ সালে বাবার সঙ্গে ব্লকবাস্টার সিনেমা ‘মেন ইন ব্ল্যাক ২’-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তীতে ২০০৫ সালে ‘ওয়ান ট্রি হিল’ এবং বাবার পরিচালিত ‘দ্য থ্রি বেরিয়ালস অফ মেলকুইডস এস্ট্রাদা’সহ বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে ভিক্টোরিয়াকে।

টমি লি জোন্সের মেয়ের অকাল মৃত্যুতে হলিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর