শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অ্যাকশন-হরর-রোমান্স: নতুন বছরের শুরুতে হলিউড ধামাকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

অ্যাকশন-হরর-রোমান্স : নতুন বছরের শুরুতে হলিউড ধামাকা

নতুন বছরের শুরুতেই যখন শীতে জবুথবু অবস্থা তখন বিনোদন অঙ্গনে উত্তাপ ছড়াতে প্রস্তুত হলিউড। জানুয়ারি মাস জুড়ে হলিউডে মুক্তি পাচ্ছে অ্যাকশন, থ্রিলার, সায়েন্স ফিকশন আর হাড়হিম করা হরর সিনেমা। চলুন জেনে নেওয়া যাক ২০২৬ সালের প্রথম মাসে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর নাম এবং খুঁটিনাটি। 

সোলমেট 


বিজ্ঞাপন


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নির্মিত সাই-ফাই থ্রিলারটি জনপ্রিয় ‘M3GAN’ ইউনিভার্সের ‘সোলমেট’ মুক্তি পাচ্ছে ২ জানুয়ারি। এটি আগের কিস্তিগুলোর চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক। একজন নিঃসঙ্গ মানুষের আবেগীয় চাহিদা পূরণের জন্য তৈরি এআই সঙ্গিনীকে নিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প। যন্ত্রের সঙ্গে মানুষের ভালোবাসার সম্পর্কের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তাই দেখা যাবে এই ছবিতে। এটি পরিচালনা করেছেন কেট ডোলান। ছবিটির মূল গল্প ও চিত্রনাট্য ভাবনা জনপ্রিয় হরর নির্মাতা জেমস ওয়ানের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিলি সুলিভান, ডেভিড রিসডাহল, ক্লডিয়া ডুমিটসহ আরও অনেকে।  

গ্রিনল্যান্ড ২ : মাইগ্রেশন 


বিজ্ঞাপন


৯ জানুয়ারি ২০২০ সালের ব্লকবাস্টার ‘গ্রিনল্যান্ড’-এর সিক্যুয়েল এটি। আগের পর্বে পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যাওয়া মানুষগুলো এবার পড়বে নতুন বিপদে। পুরোনো আশ্রয়কেন্দ্রগুলো যখন আর নিরাপদ থাকবে না, তখন নতুন বাসযোগ্য ভূমির খোঁজে দুর্গম পথ পাড়ি দেওয়ার গল্প দেখা যাবে এতে। মূলত দুর্যোগ পরবর্তী লড়াই আর টিকে থাকার সংগ্রামের চিত্রই এই সিনেমার মূল উপজীব্য। সিনেমাটির প্রধান আকর্ষণ হিসেবে আবারও ফিরছেন অ্যাকশন তারকা জেরার্ড বাটলার। পরিচালনা করেছেন নির্মাতা রিক রোমান ওয়াহ। প্রধান অভিনয়শিল্পী জেরার্ড বাটলার, মোরেনা ব্যাকারিন, রোমান গ্রিফিন ডেভিস। 

ডেড ম্যানস ওয়্যার

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ডেড ম্যানস ওয়্যার’ ক্রাইম-থ্রিলার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৯ জানুয়ারি। অপরাধী, ভুক্তভোগী এবং পুলিশের মধ্যকার টানটান উত্তেজনাপূর্ণ আলাপ আর তদন্তের জটিলতা ছবিটিকে বাস্তব করে তুলেছে। এতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো, বিল স্কার্সগার্ড। সিনেমাটি পরিচালনা করেছেন দুইবার অস্কার মনোনীত খ্যাতনামা পরিচালক গাস ভ্যান সান্ট।  

২৮ ইয়ারস লেটার : দ্য বোন টেম্পল 

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘২৮ ডেস লেটার’-এর পরবর্তী কিস্তি। ভয়াবহ সংক্রমণের কয়েক দশক পরের প্রেক্ষাপটে নির্মিত ‘২৮ ইয়ারস লেটার : দ্য বোন টেম্পল’ মুক্তি পাবে ১৬ জানুয়ারি। পরিত্যক্ত শহর আর বিচ্ছিন্ন জনপদে বেঁচে থাকা মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই দেখা যাবে এ সিনেমাতে। এতে দেখা যাবে কিলিয়ান মারফিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক ব্রিটিশ ও আমেরিকান তারকা। 

দ্য রিপ 

‘দ্য রিপ’ অ্যাকশনধর্মী ক্রাইম থ্রিলার। জানুয়ারি মাসের মাঝামাঝিতে বক্স অফিসে ঝড় তুলবে ছবিটি। একটি বিপজ্জনক মিশনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি। পেশাগত দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত স্বার্থের সংঘাত যখন বড় হয়ে দেখা দেয়, তখনই নাটকীয় মোড় নেয় সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন এবং বেন অ্যাফ্লেক। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা জো কার্নাহান।

 

মার্সি 

অনিচ্ছাসত্ত্বেও যখন একজন চিকিৎসক অতিরিক্ত পরীক্ষা নিরিক্ষা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়েন, তখন তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়। উন্নত চিকিৎসা ব্যবস্থার নেপথ্যে থাকা কর্পোরেট জগতের সিন্ডিকেট নিয়ে নির্মিত হয়েছে ‘মার্সি’।  ছবিটি দর্শকদের বড় পর্দায় দেখতে পারবেন ২৩ জানুয়ারি। মার্সি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’ খ্যাত জনপ্রিয় তারকা ক্রিস প্র্যাট। এছাড়াও আরও আছেন অ্যানাবেল ওয়ালেস, কালি রেইস, ক্রিস সুলিভান প্রমুখ। 

সেন্ড হেল্প 

জানুয়ারির শেষ সিনেমা হিসেবে পর্দা কাঁপাতে আসছে ‘সেন্ড হেল্প’। এক আকস্মিক দুর্ঘটনায় জনমানবহীন দ্বীপে আটকা পড়া দুজন অপরিচিত মানুষের টিকে থাকার লড়াই দেখা যাবে এ সিনেমায়। এতে নারী চরিত্রে অভিনয় করেছেন অস্কার মনোনীত জনপ্রিয় অভিনেত্রী র‍্যাচেল ম্যাকঅ্যাডামস। র‍্যাচেলের বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা কুইন লতিমারকে। সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম রাইমি।  

তথ্য সূত্র-ফিল্মফেয়ার

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর