বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এম.এ. মান্নান আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এম.এ. মান্নান আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী এম.এ.মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় মেয়ে সুরাইয়া মান্নান। 

গতকাল বিকেলে জানাজা শেষে রাজধানীর মোহম্মদপুরের তাজমহল রোড এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।


বিজ্ঞাপন


শিল্পী এম.এ. মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী বলেন, ‌‘এম. এ. মান্নান ভাই পরপারে চলে গেলেন নিঃশব্দে! অথচ, গেল সপ্তাহের প্রতিটি দিন সকাল-বিকেল দুবেলা করে তার সাথে কথা হয়েছে আমার। এ কেমন চলে যাওয়া কিছুই জানতে পারলাম না! কত খুনসুটি করতাম দুজনে। ছোটভাই হিসেবে অনেক ভালোবাসতেন আমাকে এবং আমার উপর তিনি আস্থাও রাখতেন।’

তিনি আরও বলেন, ‘কোনোকিছুতে আমাকেই সবার আগে ফোন করতেন! খুব মিস করবো তাকে! তার মতো একজন বিশেষজ্ঞ নজরুল সংগীতশিল্পী হারানোয় সংগীত জগতের অনেক ক্ষতি হয়েছে! এ শূন্যতা পূরণ হবার নয়। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তার স্মৃতির প্রতি। তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।’ 

এম.এ. মান্নান বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭১ সালে যখন দেশ উত্তাল, তখন তিনি যোগ দেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে। সেখানে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান এবং বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর