‘তুফান’, ‘বরবাদ’,‘তাণ্ডব’-এর মতো ব্যবসা সফল সিনেমা দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেগাস্টার শাকিব খান। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন বছরে অভিনেতা হাজির হচ্ছেন চারটি বিগ বাজেটের সিনেমা নিয়ে।
মাস দুয়েক আগে শুটিং শুরু করা মেগাস্টারের আসন্ন সিনেমা ‘সোলজার’ আছে মুক্তি প্রতীক্ষিত তালিকার শীর্ষে। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটি ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা হয়ে ওঠেনি। ইতোমধ্যে বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। বর্তমানে ‘সোলজার’ ও ‘প্রিন্স’ নিয়ে শাকিবের ব্যস্ততা তুঙ্গে। আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স’ সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। এ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

চলতি বছরের ঈদুল আজহায় নির্মাতা রায়হান রাফী-শাকিব ম্যাজিক দেখতে পারেন সিনেমাপ্রেমীরা। গত বছর ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা রাফী আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালেও শাকিব খানকে নিয়ে বড় পর্দায় ফিরবেন তিনি। রাফী ও শাকিব জুটির সিনেমার নাম প্রকাশ না করলেও গুঞ্জন রয়েছে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে।
চতুর্থ সিনেমা এখনও রহস্যে মোড়ানো। চলতি বছরের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া এক নাট্য পরিচালকের সিনেমা এটি। যদিও পরিচালক এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

গত কয়েক বছর ধরে দেশের সিনেমা হলগুলোর প্রাণভোমরা হয়ে উঠেছেন শাকিব খান। হল মালিকদের মতে, সারা বছর ঝিমিয়ে থাকা ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে মেগাস্টারের সিনেমা মুক্তির পর। এদিকে সিনেমাতে লগ্নীকৃত অর্থ ঘরে তুলতে শাকিব ওপর ভরসা রাখছেন চলচ্চিত্র প্রযোজকরা।
ইএইচ/

