বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে এক হাত নিলেন বিজেপি নেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখের এক হাত নিলেন বিজেপি নেতা

সম্প্রতি খেলোয়াড় নিলামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ইন্ডিয়া প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ১২ কোটি ৪০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে ভিড়িয়েছেন শাহরুখ খান। তবে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক টানাপোড়েন মধ্যে মুস্তাফিজকে নিজের দলে নেওয়ায় শাহরুখে দেশদ্রোহী বলে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। 

বিজেপি নেতা সোমের বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড় যদি ভারতে খেলতে আসেন তাহলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। আমি প্রতিজ্ঞা করে বলছি। এই কথাটা শাহরুখ খানের মতো গাদ্দারদের বুঝে নেওয়া উচিত। উনি দেশদ্রোহিতা করছেন। অথচ, এই দেশের মানুষের জন্যই আজ উনি ওই জায়গায় পৌঁছেছেন।’


বিজ্ঞাপন


বলিউডের বাদশাকে উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি (শাহরুখ খান) ভারত থেকে অর্থ উপার্জন করেন। আর ওই অর্থ দিয়ে আপনি দেশদ্রোহিতা করেন। কখনও পাকিস্তানকে চাঁদা দেওয়ার কথা বলেন। কখনও আবার মুস্তাফিজুরের মতো খেলোয়াড়দের কেনার কথা বলছেন। ভারতে এ সব আর চলবে না। এই দেশে দেশদ্রোহীদের কোনো জায়গা নেই।’

বিজেপি নেতা সোমের আগে দেবকীনন্দন ঠাকুর নামের এক সাধু মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নেওয়ায় শাহরুখকে আক্রমণ করেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর