বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নতুন বছর নিয়ে যা প্রত্যাশা তারকাদের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

নতুন বছর নিয়ে যা প্রত্যাশা তারকাদের

ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হলো নতুন একটি বছর। ২০২৫-এর প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ব। বাদ যাননি শোবিজ তারকারাও। প্রতিবারের মতো এবারও ইংরেজি নববর্ষ ২০২৬কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছেন বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখরা।    

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ সকাল ২০২৬ ভালো কাটুক সবার।’ 


বিজ্ঞাপন


দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেছেন, ‘নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। ২০২৬ জাদুর শহরে স্বাগতম।’   

image

অভিনেত্রী চিত্রলেখা গুহ লিখেছেন, ‘স্বাগতম ২০২৬। সব বন্ধু, স্বজন, সুজনকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে পৃথিবীর সকল মানুষের জীবন সুস্থ, সুন্দর, আনন্দ, শান্তি, ও নিরাপদে কাটুক।’

অভিনেতা ইরফান সাজ্জাদ এক ভিডিও বার্তায় ইংরেজি সালের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বছরের প্রথমদিন, প্রথম সকালে সবাইকে শুভেচ্ছা। এই বছরটা বাঙালি জাতিকে আরও পরিণত করুক। বিগত বছরের যত দুঃখ, দুর্দশা আছে, সব কিছু ছাপিয়ে নতুন বছরে আমরা সুন্দর একটি দেশ গড়তে পারি এবং ওই দেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে যাতে নিজেদেরকে তৈরি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দেন এই কামনা করি।’ 


বিজ্ঞাপন


image

অভিনেত্রী দীপা খন্দকার পরিবার নিয়ে ওমরা পালনে গেছেন। মক্কা থেকে পরিবারের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এবারের থার্টি ফার্স্ট (৩১শে ডিসেম্বর) খুবই বিশেষ একটি দিন। আশা করি, এই বছরটি সবার জন্য সুখ ও শান্তি বয়ে আনবে।’

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী লিখেছেন, ‘সময় বদলায়, বছর বদলায়— তবু আশা অটুট থাকে। ২০২৬ হোক শান্তি ও সৌন্দর্যের এক নতুন অধ্যায়। শুভ নববর্ষ।‘  
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, ‘দুই হাত বাড়িয়ে ২০২৬-কে স্বাগত জানাচ্ছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।’  

 

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর