বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালতামামি ২০২৫

বিতর্কের কাঁটা বিঁধেছে যাদের গায় 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

বিতর্কের কাঁটা বিঁধেছে যাদের গায় 
কলঙ্ক পিরিতের শোভা বাড়ালেও বিতর্ক ব্যক্তির সৌন্দর্য হ্রাস করে। তাই সমালোচনার হাত থেকে এক শ হাত দূরে থাকতে চান সবাই। কিন্তু দিন শেষে ইচ্ছায় অনিচ্ছায় বিতর্কিত হাতে জিম্মি হতে হয় আমাদের। চলুন ফিরে দেখা যাক ২০২৫ সালে বিতর্কের কাঁটা বিঁধেছে যাদের গায়। 

জাহিদ হাসান 


বিজ্ঞাপন


চলতি বছর সিনেমা দিয়ে সকল প্রশংসা নিজের দিকে টেনেছিলেন জাহিদ হাসান। বিতর্কের কাঁটাও গায় বিঁধেছে তার। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খানকে মেগাস্টার বলতে আপত্তি করেছিলেন অভিনেতা। ভিডিওটি দেখে গোস্বা করে শাকিবিয়ানরা। কটাক্ষের তীরে জর্জরিত করেন জাহিদকে। আজীবন ক্লিন ইমেজ বহন করা অভিনেতা বেশ বেকায়দায় পড়েন এমন পরিস্থিতিতে। যদিও পরে বিষয়টিকে ভুল বোঝাবুঝি আখ্যায়িত করে গা বাঁচান রক্ষা পান তিনি। 

কাজী হায়াৎ

চলতি বছর ‘বরবাদ’ বেকায়দায় নাজেহাল হয়েছেন কাজী হায়াৎ। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়েছিল ছবিটি। সেন্সর বোর্ডের একজন সদস্য হিসেবে কারণ ব্যাখ্যা করে ঢাকা মেইলকে বরেণ্য এ পরিচালক বলেছিলেন, ‘ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সেসব সংশোধন করতে বলা হয়েছে।’ মন্তব্যটি খেপিয়ে তোলে শাকিবভক্তদের। সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন তিনি। কাজী হায়াতের গাড়ি আটকেও প্রতিবাদ করেন শাকিব অনুসারীরা। বর্ষীয়ান এ নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় কিং খানের ভক্তদের।

শামীম হাসান সরকার


বিজ্ঞাপন


চলতি বছর বেশ বড়সড় প্যাচে পড়েন নাট্যভিনেতা শামীম হাসান সরকার। শুরুটা সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগ দিয়ে। তাকে ধর্ষণ , বাজে আচরণ ও মাদক গ্রহণের দোষে দোষী  করেন সহশিল্পী প্রিয়াঙ্কা। এরপর সংবাদ সম্মেলনে দলবল নিয়ে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অভিনেতা। কিন্তু কুলিয়ে উঠতে পারেননি। কেননা সহশিল্পীরা একের পর অভিযোগ আনতে থাকেন। এর আগে এক শুটিং কর্মীর গায়ে গরম চা ছুড়ে দেওয়ার ঘটনাও সামনে আসে। প্রাক্তন অহনাও অভিনেতার বিরুদ্ধে ঝাঁপি খোলেন। সব মিলিয়ে শামীম যেন তখন বাঘের খাঁচায় নাজেহাল। উপায় না দেখে ক্ষমা চেয়ে নিজেকে বাঁচান। 

আয়েশা আদিত্য

ঈদুল ফিতরে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হয় ভিন্ন ধর্মের পাত্র-পাত্রীর সম্পর্ক উপজীব্য করে নির্মিত নাটক আয়েশা আদিত্য। টিভিতে প্রচারের দুই মাস পর ইউটিউবে মুক্তি পেতেই বিতর্ক শুরু হয় সামাজিক মাধ্যমে। তুমুলে উঠলে এক পর্যায়ে তা নামিয়ে নেওয়া হয়। এখানেই শেষ হয়নি। নাটিকটির কারণে সামাজিক মাধ্যমে হেনস্তার শিকার হতে হয় অভিনয় শিল্পী ও পরিচালকদের। প্রাণনাশের হুমকিও আসে কারও কারও ইনবক্সে। শেষে ক্ষমা চেয়ে নিস্তার পান পরিচালক সজীব খান ও অভিনেতা পার্থ শেখ। 

তানজিন তিশা

শাকিব খানের বিপরীতে নাম লিখিয়ে বছরটা যতটা সুন্দরভাবে ধরা দিয়েছে তানজিন তিশার একাধিক বিতর্কে হয়েছে ততটাই তেতো। বছরের শেষ দিকে সাপের মতো বিতর্ক পেচিয়ে ধরেছে তাকে। একাধিক নারী উদ্যোক্তার সঙ্গে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে তার নামে। হয় জিডি ও মামলা। সবশেষে যুক্ত হয় টলিউড প্রযোজকের প্রতারণার অভিযোগ। ‘ভালোবাসার মরসুম’ নামের এক সিনেমায় যুক্ত হয়েও শেষমেশ সরে দাঁড়িয়েছেন তিশা। তার বিরুদ্ধে অগ্রিম অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ আনেন ছবির প্রযোজক শরিফ খান। যদিও তিশা এক বিবৃতিতে জানান, অগ্রিম টাকা অফেরতযোগ্য উল্লেখ ছিল চুক্তিনামায়। পরে প্রযোজক তিশার সঙ্গে পেশাগত কথপোকথনের স্ক্রিনশট ফাঁস করেন। 

মেহজাবীন চৌধুরী 

পরিচ্ছন্ন ইমেজের অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েও এ বছর বসেছে বিতর্কের দাগ। বিপুল অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। যদিও সেসময় খবরটি ভুয়া ও উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবি করেন অভিনেত্রী। কিন্তু দিনশেষে ১৬ নভেম্বর) বিকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর