বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সংগীতশিল্পী সালমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সালমা

‎দীর্ঘ সাত বছরের সংসার ভেঙে গেছে ক্লোজআপ ওয়ান বিজয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমার। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন গায়িকার স্বামী সানাউল্লাহ নূরে সাগর।

‎এদিকে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সালমা। গণমাধ্যমকে তিনি বলেন, ’হাদিসে আছে, যদি কেউ আল্লাহর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে; তাহলে এটি অবশ্যম্ভাবী যে, সে যা ভালোবাসবে (একসময়) সেটাই তার কষ্টের কারণ হবে। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আমি মনে হয়, আল্লাহর চেয়ে স্বামীকে বেশি ভালোবেসে ছিলাম। সম্পদ, পড়ালেখা, সব কিছুই করেছি তার জন্য। কিন্তু কেন বিচ্ছেদ হচ্ছে জানি না। তবে সে যা করুক, তার প্রতি আমার সম্মান ও ভালোবাসা থাকবে। আমি এর বেশি কিছু বলতে চাই না। সবাই দোয়া করবেন আমার জন্য।’

‎এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লেখেন, ’কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।’

‎তিনি যোগ করেন, ’পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই তাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটেছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।’

‎সাগর আরও লেখেন, ’আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।’

‎‎

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সালমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর