সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যু

১৯৫০ ও ৬০-এর দশকের ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ব্রিজিত বারদো আর নেই। যিনি ‘বি.বি.’ নামে পরিচিত। রোববার (২৮ ডিসেম্বর) ৯১ বছর বয়সে প্যারিসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। 

১৯৩৪ সালে প্যারিসে জন্ম বারদোর। মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু। মাত্র ১৫ বছর বয়সে ‘ইলে’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। তবে তাঁর বিশ্বজোড়া পরিচিতি আসে ১৯৫৬ সালে স্বামী রজার ভাদিমের পরিচালিত ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’ চলচ্চিত্রের মাধ্যমে।


বিজ্ঞাপন


দার্শনিক সিমোন দ্য বোভোয়া তাঁকে ‘স্বাধীনতার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এমনকি শিল্পী অ্যান্ডি ওয়ারহল তাঁর প্রতিকৃতি আঁকেন এবং বব ডিলান তাঁকে উৎসর্গ করে গান লেখেন। 

সাফল্যের চূড়ায় থাকলেও ব্রিজিত বারদোর ব্যক্তিগত জীবন ছিল বিষণ্নতায় ঘেরা। তিনি প্রায়ই বলতেন, ‘আকাশচুম্বী জনপ্রিয়তা তাঁকে এক ধরনের মানসিক বন্দিত্বে আটকে ফেলেছে’। ১৯৬০ সালে ২৬তম জন্মদিনে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খ্যাতি ও একাকিত্বের লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত ছায়ার মতো লেগে ছিল।


বিজ্ঞাপন


১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয়কে বিদায় জানান। 

ব্যক্তিগত জীবনে চারটি বিয়ে এবং একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচিত হয়েছেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর