পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি এবং অভিনেতা হামজা সোহেলের বিয়ের গুঞ্জনে উত্তাল সামাজিক মাধ্যম। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে ২০২৬ সালের শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সজল-হামজা। দীর্ঘ জল্পনার পর এবার বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
বিয়ের গুঞ্জন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সজল স্পষ্ট করে জানিয়েছেন, যখন উপযুক্ত সময় আসবে তখন তিনি নিজেই তার ব্যক্তিগত জীবনের কথা সবার সঙ্গে শেয়ার করবেন। পোস্টে ভক্তদের অনুরোধ জানিয়ে লিখেছেন, আনুষ্ঠানিক বার্তার জন্য অপেক্ষা করুন।
বিজ্ঞাপন

সজল আলি ও হামজা সোহেল বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকা। সজল ‘গিল-এ-রানা’, ‘ইয়াকিন কা সফর’, ‘ইয়ে দিল মেরা’, ‘আঙ্গন’ এবং ‘সিনফ-ই-আহান’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে হামজা ‘ফেয়ারি টেল’, ‘বার্নস রোড কে রোমিও জুলিয়েট’ এবং ‘দিল ওয়ালি গলি’র মাধ্যমে পাকিস্তানের শোবিজ অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
এই দুই তারকাকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ‘জারদ পাত্তন কা বান’ নাটকে। যেখানে তাদের পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করে। বর্তমানে ‘দিল ওয়ালি গলি’ নাটকে তাদের অভিনয় আবারও ভক্তদের মন জয় করে নিয়েছে। পর্দায় তাঁদের রসায়নের কারণেই বাস্তব জীবনে বিয়ের গুঞ্জন ডালপালা মেলেছিল।
ইএইচ/

