ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্টে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সংগীতশিল্পীরা। গত ২৬ ডিসেম্বর রাতের দর্শক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমে তীব্র নিন্দা জানান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জোজো, রাঘব চট্টোপাধ্যায়।
কনসার্ট পণ্ড হয়ে যাওয়ার বিষয়ে ভারতের সংগীতশিল্পী জোজো বলেন, ‘বাংলাদেশে জেমসের অনুষ্ঠানে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। একজন শিল্পী যদি নিজের শিল্প প্রদর্শনের মঞ্চেই নিরাপদ না থাকেন, এর থেকে দুঃখের আর কী হতে পারে? বাংলাদেশে শিল্প ও শিল্পীদের উপর যেভাবে আক্রমণ চলছে তা সত্যিই লজ্জার।’
বিজ্ঞাপন
এদিকে সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় বলেন, ‘এই বাংলাদেশকে আমি চিনি না। বাংলাদেশে আমি বহু কাজ করেছি, এখনও দুইটি প্রজেক্ট নিয়ে কাজ চলছিল। জেমসের মতো একজন সিনিয়র শিল্পী কনসার্ট করতে পারলেন না, এর থেকে বেদনাদায়ক আর কী হতে পারে? কিছুদিন ধরে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও শিল্পীদের উপর যেভাবে আঘাত নেমে আসছে, তা অত্যন্ত হতাশাজনক।’
ক্যাকটাস ব্যান্ডের সংগীতশিল্পী সিধুও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে শিল্পী ও শিল্পের ওপর বারবার আঘাত আসছে। এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি।’
কনসার্ট পণ্ড হওয়ার দায় আয়োজকদের কাঁধে চাপিয়েছেন জেমস। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’
কনসার্ট বন্ধ হয়ে যাওয়ার বর্ণনা দিয়ে জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর বলেন, ‘এ আয়োজনে অংশ নিতে সাড়ে সাতটায় ফরিদপুর পৌঁছাই। অনুষ্ঠান শুরু হওয়ার পরেই জানতে পারি সেখানে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা তখন গেস্ট হাউসেই ছিলাম। রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিলের কথা আমাদের জানানো হয়। এরপর ঢাকায় চলে আসি।’
ইএইচ/

