দীর্ঘদিন ঢালিউডে নেতিবাচক চরিত্রগুলো ছিল দুই-এক জন অভিনেতা কেন্দ্রীক। কয়েক বছর হলো খল অভিনেতাদের সংখ্যা বেড়েছে। চলতি বছরও ছিল সেই ধারাবাহিকতা। ২০২৫-এ মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমাগুলোতে নেতিবাচক চরিত্রে যারা ছিলেন আলোচনার টেবিলে।

বিজ্ঞাপন
শাকিব খান
জনপ্রিয়তার মধ্যগগণে থাকাবস্থায় ঢালিউড নায়কদের নেতিবাচক চরিত্রে দেখা যায় না। বছর কয়েক ধরে নিজেকে ভাঙায় ব্যস্ত শাকিব খান সে পথে হাঁটেননি। মেগাস্টারকে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গেছে আগাগোড়া ‘নেতিবাচক’ চরিত্রে। ছবিতে অভিনেতাকে একাধিকবার খোলস পাল্টাতে দেখা গেছে। যা মুগ্ধ করেছে দর্শকদের। কিং খানের টানে পাইরেসিকে বুড়ো আঙুল দেখিয়ে রায়হান রাফী নির্মিত ছবিটি দেখতে হলে ভিড় করেছেন দর্শক। ২০২৫-এর অন্যতম সেরা ছবি ‘তাণ্ডব’ ঘুরেছে শাকিবকে ঘিরে। ওই জায়গা থেকে কিং খানকে বছরের আলোচিত ও সফল নেতিবাচক চরিত্রের অভিনেতা বলা-ই যায়।
_20251227_155011651.webp)
যিশু সেনগুপ্ত
বিজ্ঞাপন
অভিষেক ছিল নায়ক হিসেবে। তবে চরিত্রাভিনেতা হিসেবে ভারতীয় সিনে দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন টলিউডের যিশু সেনগুপ্ত। চলতি বছর রঙ ছড়িয়েছেন ঢালিউডে। বছরের সেরা ছবি ‘বরবাদ’-এ তার যোগ বিশেষভাবে টানে দর্শকদের। পর্দায় দৈর্ঘ্য কম হলেও খল চরিত্রে দর্শকের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
_20251227_154823988.jpg)
সৈয়দ এজাজ আহমেদ
২০২৫-এর আলোচিত সিনেমা ‘এশা মার্ডার’-এ নেতিবাচক ভূমিকায় ছিলেন সৈয়দ এজাজ আহমেদ। ভদ্রবেশী দুষ্টু লোকের চরিত্রটি অক্ষরে অক্ষরে জীবন্ত করে তুলেছিলেন। অভিষেকে অভিনব অভিনয় দিয়ে চুপ করিয়ে দিয়েছেন দর্শকদের। করেছেন হলভর্তি দর্শকের মনোযোগ দখল। চলতি বছর আর কোনো নেতিবাচক চরিত্র নিয়ে এত আলোচনা হয়নি।

রাশেদ মামুন অপু
যাত্রা হাস্যরসাত্মক চরিত্র দিয়ে হলেও ঢালিউডে খল অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন রাশেদ মামুন অপু। চলতি বছর ‘দাগি’ সিনেমাটিতে দুষ্টু লোক হিসেবে বেশ করেছেন তিনি। হয়েছেন আলোচিত। মুক্তির অপেক্ষায় অপুর একগুচ্ছ সিনেমা। সেগুলোতেও নেতিবাচক ভূমিকায় দেখা যাবে তাকে।

শহীদুজ্জামান সেলিম
ঢালিউডে এখন নিয়মিত শহীদুজ্জামান সেলিম। খল চরিত্রে বেশি দেখা যায় তাকে। ‘দাগি’ ছবিতেও একই ভূমিকায় দেখা গেছে অভিনেতাকে। দৈর্ঘ্য স্বল্প হলেও উর্দুভাষী চরিত্রে নজর কেড়েছেন সেলিম।

সুমন আনোয়ার
চরিত্রাভিনেতা হিসেবে প্রশংসিত সুমন আনোয়ার। খল চরিত্রে যেনে নিজেকে ঢেলে দেন। চলতি বছর ‘চক্কর’ ও ‘টগর’ ছবিতে সুমনকে প্রধান নেতিবাচক চরিত্রে দেখা গেছে। ‘টগর’ ডিজাস্টার হলেও নেতিবাচক চরিত্রে নজর কাড়েন সুমন। ‘চক্করে’ও এন্ট্রি হিরোর চরিত্রে বেশ খেলেছেন।
আরআর

