বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের উদ্দেশে যা বললেন কনটেন্ট ক্রিয়েটর কাফি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

তারেক রহমানের উদ্দেশে যা বললেন কনটেন্ট ক্রিয়েটর কাফি

প্রায় দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

তার প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। 


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে তারেক রহমানের একটি ছবি প্রকাশ করে কাফি লিখেছেন, ‘বাড়ি ফেরার-দেশে ফেরার যে কী আনন্দ, সুখ এটা শুধু তারাই বুঝবে যারা দেশ ছেড়ে বিদেশে গিয়েছে। চীন সরকারের আমন্ত্রণে ১ সপ্তাহ চীনে ছিলাম। যখন দেশে ফেরার সময় এলো এবং বাংলাদেশের আকাশে পৌঁছে গেলাম, কী যে সাহস-সুখ-ভরসা-শান্তি অনুভব হয়েছিল, একমাত্র আল্লাহ ভালো জানেন।’

image

তিনি আরও লেখেন, ‘সেখান জনাব তারেক রহমান দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে! শুভকামনা রইল ভাই। দেশ ও দেশের মানুষের জন্য নিজের সর্বোচ্চ দিন। ডানে বামে না তাকিয়ে জাতির কল্যাণে কাজ করুন। এই বাঙালি জাতিই আপনাকে টিকিয়ে রাখবে তবে।’


বিজ্ঞাপন


শেষ খবর পাওয়া পর্যন্ত, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুর করেছে। জানা গেছে, দুপুর ১২টার আগেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর