মাদক মামলায় গ্রেফতার হয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক-অভিনেতা পার্ক ইউ-চুনের সাবেক বাগদত্তা হওয়াং হানা। দেশ ছেড়ে বিদেশে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না তার। দীর্ঘদিন আত্মগোপনের থাকার পর ২৪ ডিসেম্বর কম্বোডিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরিয়ে এনে গ্রেফতার করা হয়।
২০২৩ সালের জুলাই মাসে, সিউলের গ্যাংনাম এলাকায় তিনি দুই পরিচিত ব্যক্তির সঙ্গে সিরিঞ্জের মাধ্যমে ‘ফিলোপন’ গ্রহণ করেছিলেন। এর আগেও ২০১৫ এবং ২০১৮ সালে কয়েক দফায় মাদক সেবনের অভিযোগে তিনি সাজাভোগ করেছেন। ২০২২ সালে তিনি জেল থেকে মুক্তি পেলেও প্রবেশন চলাকালীন আবারও মাদককাণ্ডে জড়িয়ে পড়েন।
বিজ্ঞাপন
২০২৩ সালের মাদক সেবনের অভিযোগ তদন্তের সময় গত বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে পালিয়ে যান হানা। পরবর্তীতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে ব্লু নোটিশ জারি করা হয় এবং দক্ষিণ কোরিয়া তার পাসপোর্ট বাতিল করে। তদন্তে জানা যায়, হানা অবৈধভাবে কম্বোডিয়াতে প্রবেশ করেছিলেন।
সম্প্রতি হানার আইনজীবী পুলিশের কাছে আত্মসমর্পণের কথা জানালে পুলিশ তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। গত ২৪ ডিসেম্বর সকালে কম্বোডিয়ার নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি জাতীয় পতাকাবাহী বিমানে করে তাকে ইনচন বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমান থেকে নামার পর তাঁকে গ্রেফতার করা হয়।
প্রয়াত অভিনেতা লি সান-কিউনের মাদক মামলার তদন্ত চলাকালীন হানার নাম সামনে এলেও পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান অভিযোগের সঙ্গে সেই মামলার কোনো যোগসূত্র নেই।
২০১৮ সালে অবৈধভাবে সাইকোট্রপিক ওষুধ সেবনের দায় এবং শর্তসাপেক্ষ মুক্তির সময় পুনরায় অপরাধে জড়িয়ে পড়ায় তাকে ১ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
হওয়াং হানা দক্ষিণ কোরিয়ার বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 'নামং ডেইরি প্রোডাক্টস’-এর প্রতিষ্ঠাতা হং ডু-ইয়ং-এর নাতনি গায়ক-অভিনেতা পার্ক ইউ-চুনের সঙ্গে বিয়ের কথা থাকলেও পরবর্তীতে তা ভেঙে যায়।
ইএইচ/

