সোজাসাপ্টা কথার জন্য একাধিকবার আলোচনায় এসেছেন দক্ষণী অভিনেতা শিবাজি। ফের আলোচনার টেবিলে তিনি। অভিনেতা মনে করেন, শরীর দেখানোর মধ্যে না পোশাকে নারীর মর্যাদা নিহিত। মন্তব্যটি বিতর্কিত করেছে তাকে।
মুক্তির অপেক্ষায় শিবাজির নতুন ছবি ধনডোরা। এর প্রচারণায় এসে এরকম মন্তব্য করেন তিনি। অভিনেতা বলেন, অভিনেত্রীদের উচিত নয় অতিরিক্ত খোলামেলা পোশাক পরা। বরং শাড়ি বা সম্পূর্ণ ঢাকা পোষাকেই তাদের বেশি মানায়। তার বক্তব্য, “সৌন্দর্য্য শরীর দেখানোর মধ্যে থাকে না। তা থাকে পুরো পোশাকের মধ্যেই আসল মর্যাদা থাকে।”
বিজ্ঞাপন
প্রকাশ্যে কিছু না বললেও নারীর ছোট পোশাক মনে মনে কেউ পছন্দ করে না বলে দাবি শিবাজির। তিনি এ ধরণের পোশাককে স্বাধীনতার সীমা লঙ্ঘন বলে মনে করেন।
তবে শিবাজির মন্তব্যের সঙ্গে একমত নন অনেকে। এরমইধ্যে সরব হয়েছেন তারা। দক্ষিণী গায়িকা ও সমাজকর্মী চিন্ময়ী শ্রীপদা কড়া ভাষায় বলেন, এ ধরনের মন্তব্য একেবারেই অপ্রয়োজনীয় এবং পেশাদার মঞ্চের জন্য অনুপযুক্ত।
তার প্রশ্ন, কেন বারবার নারীদেরই পোশাক নিয়ে উপদেশ দেওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে এমন কথা কি শোনা যায়? অভিনেত্রী-উপস্থাপিকা অনসূয়া ভরদ্বাজও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান—“এটা আমার শরীর, তোমার নয়” যা একপ্রকার স্পষ্ট জবাব বলেই ধরে নিচ্ছেন নেটিজেনরা।

